নোটিশ বোর্ড

-
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার অত্র বিদ্যালয়টি পরিদর্শণ করবেন, পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। ডিসি স্যারের আগমন শুভেচ্ছা স্বাগতম। মহিপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
-
গত ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ জনাব, মোঃ আব্দুস ছালাম , প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। তার অবসর জনিত কারনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব, বানী কান্ত সিকদারকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
-
৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে সম্মানীত সকল শিক্ষকগণকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা আফুরন্ত।
প্রতিষ্ঠানের ইতিহাস

অত্র এলাকায় ১৯৫২ সনে কোন জুনিয়র বা মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। প্রাইমারী স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। তখন প্রাইমারী স্কুলের জমি দাতা হিসেবে জনাব আজিমদ্দিন হাওলাদার সাহেব স্কুলের সভাপতি ছিলেন। তখনকার দিনে প্রাইমারী স্কুলের সাথে জুনিয়র স্কুল খোলা যাইত। ইতোমধ্যে বাখেরগঞ্জ নিবািসী জনাব আঃ ওয়াহেদ স্যার নামে একজন ব্যক্তিত্বসম্পূর্ণ শিক্ষানুরাগী অত্র এলাকায় আসেন এবং জুনিয়র স্কুল খোলার জন্য জনাব মোঃ আজিমদ্দিন হাওলাদার সাহেবের সাথে আলোচনা করেন। কারন সে ছিল প্রাইমারী স্কুলের সভাপতি এবং অত্র এলাকার সমাজপতি ও ব্যক্তিত্বসম্পূর্ণ লোক।
সভাপতির বাণী

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর বাজার সংলগ্ন গ্রামে প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি চলছে। আল্লাহ তা’য়ালা সকলের মঙ্গল করুক।
প্রধান শিক্ষকের বাণী

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর বাজার সংলগ্ন গ্রামে প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি চলছে। আল্লাহ তা’য়ালা সকলের মঙ্গল করুক।